যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ড্রিউ বিন্সকি একজন ট্রাভেল ব্লগার। বয়স তিরিশ পেরোনোর আগেই ৯৫টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন তিনি। এখন সেই সংখ্যা ১৪০ ছাড়িয়েছে। বিভিন্ন দেশে ঘুরে সেখানকার ভিডিও, ছবি ও লেখা পোস্ট করেন তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত বছর ড্রিউ এসেছিলেন বাংলাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন বাংলাদেশ নিয়ে বেশ কিছু ছবি ও অভিজ্ঞতার কথা।
১০ ডলারের (প্রায় ৮৫০ টাকা) এর মধ্যে এখানে কী কী পাওয়া যায় তা নিয়ে এক মজার ভিডিও বানিয়েছিলেন ড্রিউ। ব্যক্তিগত অভিজ্ঞতা থাকার কারণে, বিন্সকির টিপসগুলো ভ্রমণপিপাসুদের জন্য বেশ কাজের। এছাড়া আমরা যারা নিজের দেশের নানা দারুণ বিষয়গুলো মাঝে মধ্যে ভুলে যাই, তারাও ড্রিউয়ের তালিকায় একটু চোখ বুলিয়ে নিতে পারেন।
- চিকেন মাসালা ও নান- ১২০ টাকা (১.৪৯ ডলার)
- রিকশা ভ্রমণ- ২০ টাকা (০.২৮ ডলার)
- পানাম নগরের টিকেট- ১০০ টাকা (১.৩৩ ডলার)
- নিউ মার্কেটের সানগ্লাস- ১৫০ টাকা (১.৮৭ ডলার)
- নীলক্ষেতের বই- ১২০ টাকা (১.৫ ডলার)
- মাটন লেগ রোস্ট ও পোলাও- ১৮০ টাকা (২.২৫ ডলার)
- রাস্তার পাশের সতেজ ডাব- ৩০ টাকা (০.৩৮ ডলার)
- এক প্লেট ফুচকা- ৩০ টাকা (০.৩৮ ডলার)
- রাস্তার পাশের চায়ের দোকানের চা- ২০টাকা (০.২৫ ডলার)
- এক বোতল পানি- ২০টাকা (০.২৫ ডলার)
ঢাকার যানজটের সাথে ড্রিউয়ের খুব দ্রুতই পরিচিতি ঘটে যায়।
View this post on InstagramA post shared by Drew Binsky (@drewbinsky) on Feb 8, 2017 at 4:27am PST
সেই সাথে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখেও উচ্ছসিত হয়েছিলেন ড্রিউ।
View this post on InstagramA post shared by Drew Binsky (@drewbinsky) on Feb 7, 2017 at 1:01am PST