Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

অদ্ভুত যত ভয়ের রোগ

এমনকি ভয় হতে পারে সুশ্রী চেহারার কোনো নারী বা পুরুষের প্রতিও

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৬ পিএম

ফোবিয়া (Phobia) অর্থ হচ্ছে ভয়। ভয় নেই, এমন কোনো মানুষ প্রকৃতপক্ষে নেই। অনেকেরই অনেক গোপন ভয় থাকে, যা হয়ত সে প্রকাশ করে না। ক্ষতিকর কোনোকিছুর ভয় খুব স্বাভাবিক একটি প্রতিক্রিয়া বরং, অনেক ক্ষেত্রে প্রতিরক্ষামূলক। ক্ষতিকর  বস্তু বা পরিস্থিতির প্রতি ভয় যদি না থাকত, দুর্ঘটনা আরও বেশি বেশি হতো। তবে, ক্ষতিকর নয় এমন কিছুর প্রতিও অস্বাভাবিক ভয় কাজ করতে পারে মানুষের। আর সেটি এক ধরনের মানসিক রোগ। 

অ্যাঞ্জাইটি ডিজঅর্ডারগুলোর মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে ফোবিক ডিজঅর্ডার।

রাজধানীর বায়োমেড ডায়াগনস্টিক এন্ড রিসার্চ ল্যাবরেটরির মেডিকেল অফিসার ডা. মুহম্মদ মুহিদুল ইসলামের মতে, ক্ষতিকর নয় এমন কোনোকিছুর প্রতি অমূলক ও অতিরিক্ত ভয় যদি কারও ব্যক্তিগত, সামাজিক ও কর্মজীবনে সমস্যা তৈরি করে তখন তাকে ফোবিক ডিজঅর্ডার বা অতিভীতি রোগ বলা যায়। 

সাধারণ কিছু ফোবিয়ার উদাহরণ

• অ্যাগোরাফোবিয়া (Agoraphobia) খোলা বাজারঘাট জাতীয় স্থানের প্রতি ভয়

• সোশ্যাল ফোবিয়া (Social phobia) সামাজিক কর্মকাণ্ডের প্রতি ভয়

• অ্যাক্রোফোবিয়া (acrophobia) উঁচু জায়গার প্রতি ভয়

• অ্যারোফোবিয়া (aerophobia) উড়োজাহাজে চড়তে ভয়

• অ্যারাকনোফোবিয়া (arachnophobia) মাকড়শার প্রতি ভয়

• অ্যাস্ট্রাফোবিয়া (astraphobia) বজ্রপাতের প্রতি ভয়

• অটোফোবিয়া (autophobia) একা থাকার ভয়

• ক্লোস্ট্রফোবিয়া (claustrophobia) বদ্ধ জায়গার প্রতি ভয়

• হিমোফোবিয়া (hemophobia) রক্তের প্রতি ভয়

• হাইড্রোফোবিয়া (hydrophobia) পানির প্রতি ভয়

• অফিডিওফোবিয়া (ophidiophobia) সাপের প্রতি ভয়

• জুওফোবিয়া (zoophobia) পশুর প্রতি ভয় ইত্যাদি

এছাড়াও অনেক ফোবিয়া আছে, যা খুবই সামান্য পরিমাণ মানুষের থাকে এবং প্রতিটিই নিজ গুণে অদ্ভূত! যেমন -

অ্যালেকটরোফোবিয়া (Alektorophobia) - মুরগির প্রতি ভয়

ভেনাস্ট্রাফোবিয়া (Venustraphobia) - সুন্দর নারীর প্রতি ভয়

অ্যান্ড্রোফোবিয়া (Androphobia) - পুরুষের প্রতি ভয়

ডেন্টোফোবিয়া (Dentophobia) - দাঁতের ডাক্তারের প্রতি ভয়

আয়াট্রোফোবিয়া (Iatrophobia) - ডাক্তারের প্রতি ভয়

নসোকোমেফোবিয়া (Nosocomephobia) - হাসপাতালের প্রতি ভয়

চিকিৎসা

অধিকাংশ ক্ষেত্রেই আমাদের সমাজে এসব রোগকে গুরুত্ব সহকারে দেখা হয় না বলে সঠিক চিকিৎসা সম্ভব হয় না। অথচ সঠিক চিকিৎসা করে ফোবিয়ায় আক্রান্ত রোগীর জীবনযাত্রার মান উন্নত করা যায়। চিকিৎসার মধ্যে আছে -

> উদ্বিগ্নতা দমনকারী কিছু ওষুধ

> রোগীর সাথে চিকিৎসকের কাউন্সেলিং 

> আর সবচে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপোজার থেরাপি। যেই ঘটনা বা বস্তুর প্রতি ভয়, সেটার প্রতি একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। ফলে, একটু একটু করে সেই পরিস্থিতির প্রতি ভয় কমতে থাকবে বলে জানিয়েছেন ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম।


তথ্যসূত্র: আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন কতৃক প্রণীত ডিএসএম-৫About

Popular Links