‘কালাশনিকভ, কালাশনিকভ, তুমি অনেক ভালো,
আমার মতো তোমার গায়ের রঙও কিন্তু কালো।
কালাশনিকভ, তোমার ম্যাগজিনে আটে যত্তোগুলো গুলি,
আমার চোখে সেইসব তো সাদা বকুল ফুলই।
কালাশনিকভ, মুক্তি দাতা , পাহাড় বনে সহায়
আসো আমার দুঃখী দেশে, কান্ধে নেবো তোমায়।
গেরিলা রাত, গেরিলা দিন অ্যাম্বুশ ফাঁদে ওরা,
কালাশনিকভ কথা বলো, অপেক্ষায় বন্ধুরা।
কালাশনিকভ, জানো তুমি?
আঙুল যখন রাখি
ট্রিগারে তোমার,
রুহু তখন দুলে ওঠে
বিমুগ্ধ বান্দার।’