Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফুসফুসে সমস্যার ৬ সংকেত

ফুসফুসের সমস্যা যেকোনো বয়সের মানুষেরই হতে পারে

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৯:৫১ পিএম

বর্তমানে ফুসফুসের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। এছাড়াও, যদি বহু বছর ধরে ধূমপামের অভ্যাস থেকে থাকে তবে সে কারণেও আপনার ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

আপনার ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে কি-না তা কিছু সংকেতের মাধ্যমে বোঝা যায়।

যেমন, বুকে হালকা ব্যথা কিংবা মাঝেমধ্যেই ঠাণ্ডা লাগা। এ লক্ষণগুলো কিন্তু মোটেও ভালো কিছু নয়। এগুলো হতে পারে ফুসফুসের ক্যান্সার কিংবা গুরুতর ব্রঙ্কাইটিস। 

ফুসফুসের সমস্যা যেকোনো বয়সের মানুষেরই হতে পারে। তাই সময় থাকতেই সতর্কতা প্রয়োজন। 

আসুন জেনে নিই ফুসফুসে সমস্যার ৬ টি সংকেত:

- প্রায়ই সর্দি-কাশি হওয়া। অনেকের ক্ষেত্রেই ঠাণ্ডা কাশি হলে সহজে কমতে চায় না। এমন প্রবণতা দেখা দিলে সাবধান হওয়া জরুরি।

- ঘুম থেকে ওঠার পরে কাঁধ ও পিঠে ব্যথা অনুভব করা। এ ধরনের ব্যথাকে চিকিৎসা পরিভাষায় “রেফার্ড পেইন” বলা হয়।

- শ্বাসকষ্ট হলে অবহেলা করবেন না। এমন সংকেত দেখা দিলে বুঝতে হবে ফুসফুসে কোনো সমস্যা আছে। 

- সারাক্ষণ ক্লান্তবোধ করা, উদ্বেগ ও অবসাদ। ফুসফুস ঠিকভাবে কাজ না করলে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ হয় না। সে কারণেই ক্লান্তি আসতে পারে।

- আপনার গলার আওয়াজে কি পরিবর্তন হয়েছে? দিনের পর দিন যদি এমন কিছু হতে থাকে তবে সমস্যা আরও মারাত্মক হতে পারে। সেক্ষেত্রে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

- বুকে কফ জমে একসময় কঠিন নিউমোনিয়া হতে পারে। যার ফলে ফুসফুস কার্যকারিতা হারায়। তাই এমন কিছু হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।

   

About

Popular Links

x