বলা হয়, প্রতিদিন কয়েকটা বাদাম কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখার পর খেলে স্মৃতিশক্তি বাড়ে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, স্মৃতিশক্তি বর্ধনের জন্য ভেজানো বাদাম কোথায় রেখেছি, সেটাই মনে পড়ছে না! তবে তো বিপত্তি।
ভুলে যাওয়া, মনে না থাকা বা যেভাবেই বলা হোক- এজন্য বিড়ম্বনা পোহাননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কেউ পড়া ভুলে যান, কেউ প্রিয়জনের জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ দিন ভুলে বসে থাকেন। এজন্য অশান্তিও হয় পরিবারে। এমন মানুষদের উদযাপনের জন্যও রয়েছে দিবস। আর সেই দিনটি আজই।
জুলাই মাসের ২ তারিখ যুক্তরাষ্ট্রে এই দিবসটি পালন করা হয়। ফলে তাদের ভুলে যাওয়ার স্বভাব বা অভ্যাস আছে, তারা দিনটি উদযাপন করতে পারেন।
তথ্য বলছে, মার্কিন নাগরিক গায়ে অ্যান্ডারসন খুব ভুলোমনা ছিলেন। সব ভুলে যেতেন। এজন্য অনেক কথাও শুনেছেন তিনি। এমনকি ভুলে গিয়েছিলেন নিজের মেয়ের জন্মদিনও।
তবে সেটিকেই ভিন্ন আঙ্গিকে পালন করা শুরু করেন তিনি। ২ জুলাই ছিল তার মেয়ের জন্মদিন। আর সেই দিনের নাম তিনি দিয়ে দেন, “আমি ভুলে গেছি দিবস”।
যদিও ঘটনাটির সময়কাল বা অঞ্চল নির্দিষ্ট করে জানা যায়নি।
তবে দিবসটিতে অ্যান্ডারসন মেয়ের জন্মদিন এবং নিজের বিবাহবার্ষিকী উদযাপন করতে শুরু করেন। মজার ব্যাপার হলো, তিনি কোন বছর থেকে দিনটি উদযাপন শুরু করেছিলেন তাও মনে রাখতে পারেননি।
সেখান থেকেই ধীরে ধীরে দিবসটি পালনের প্রচলন শুরু হয়। নিজে যদি এমন হয়ে থাকেন, তবে নিজের জন্য একটি দিবস চাইলে পালন করতে পারেন। আর যদি দিবসের কথা আগেই জানা থাকে, তাহলে মিলিয়ে নিন, এই দিবস ভুলে গিয়েছিলেন কি?