Wednesday, June 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

তরমুজ খাওয়ার পর পানি পান করলে কী হয়?

অজান্তেই আমরা এমনকিছু ভুল করি যা আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়

আপডেট : ১৪ মে ২০২৫, ০৯:০৯ পিএম

তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। অস্থির হয়ে ওঠেছে জনজীবন। এই গরমে একটু স্বস্তি এনে দিতে পারে মৌসুমি ফল তরমুজ। দিনভর এই তীব্র তাপদাহ থেকে বাঁচতে প্রাণ জুড়াতে তরমুজের জুড়ি মেলা ভার। অনেকেই তরমুজ খাওয়ার পর পানি পান করেন। এতে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

চলুন জেনে নেওয়া যাক তরমুজ খাওয়ার পর পানি খেলে কী হয় সে সম্পর্কে।

হজমে সমস্যা

পরিমিত তরমুজ খেলে তা পাকস্থলীর জন্য বেশ উপকারী। কিন্তু আপনি যদি তরমুজ খাওয়ার পরপরই পানি খেয়ে থাকেন তখন তা হজমের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ ফল ও পানির সংমিশ্রণ আমাদের শরীরের তাপমাত্রায় ভারসাম্য নষ্ট করে দিতে পারে। সেখান থেকে পেটে ব্যথা, গ্যাস, বদহজম এবং এ জাতীয় আরও সমস্যা দেখা দিতে পারে।

শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে শরীরে বাড়তি তাপ তৈরি করে। এদিকে বাইরেও ভীষণ গরম আবহাওয়া। তার সঙ্গে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তৈরি হতে পারে পানিশূন্যতার। তাই পছন্দের ফল তরমুজ খাওয়ার পর অন্তত আধাঘণ্টা বিরতি নিয়ে তবেই পানি পান করা উচিত।

বমি হতে পারে

আপনি যদি তরমুজ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পানি পান করেন তবে দেখা দিতে পারে বমির মতো সমস্যাও। কারণ এটি পেটে বাড়তি গ্যাস তৈরি করে যার ফলে বমি হয়। এই সমস্যা থামানোর জন্য আদা ও পুদিনার চা খেতে পারেন। এরপরও না থামলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

পেট ফাঁপা

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে তা পেট ফাঁপার কারণ হতে পারে। যে কারণে আপনার পেট ফুলে যেতে পারে এবং সেখান থেকে শুরু হতে পারে অস্বস্তি। এ ধরনের সমস্যা দেখা দিলে আদা চিবিয়ে খান খান। আদায় থাকা বিশেষ গুণাবলী পেট ফাঁপা দূর করবে এবং পেটে আরাম প্রদান করবে।

   

About

Popular Links

x