মাস্ক আর হাতে গ্লাভস পরে বেরুলেও ফেরার পর আমাদের থেকে বাড়ির লোকজনের সংক্রমণের আশঙ্কা থেকেই যায়
সেক্ষেত্রে মাস্ক আর হাতে গ্লাভস পরে বেরলেও ফেরার পর তো আমাদের থেকে বাড়ির লোকজনের সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। তা থেকে কীভাবে বাঁচাব আমাদের পরিবারের লোকজনদের?
এব্যাপারে মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, বাইরে থেকে বাড়ি ফেরার পরেই কয়েকটি নিয়ম বাধ্যতামূলকভাবে আমাদের মেনে চলতে হবে। তবেই আমরা পারবো পরিবারের সদস্যদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে।
নিয়মগুলো হলো-
মাস্ক যদি একেবারে সাধারণ না হয়, সেটা যদি হয় সার্জিক্যাল মাস্ক, তা হলে বাইরে থেকে বাড়িতে ফেরার পর সেই সার্জিক্যাল মাস্ক আর ফেলে দেওয়ার প্রয়োজন নেই। সেই সার্জিক্যাল মাস্ক, ডেটল বা স্যাভলন অথবা গরমপানিতে ধুয়ে নিলেও চলবে।
মতামত দিন