ত্বকের ময়লা পরিষ্কার করতে কিছু ঘরোয়া ফেসপ্যাকও ব্যবহার করা যায়
গরমে ত্বকের অতিরিক্ত যত্ন নিতে হয়। কেননা, গরমে ত্বকে ময়লা জমে গিয়ে ব্রণ হতে পারে। এজন্য গরমে একটু পর পর মুখ ধুতে হবে। তাহলে ত্বকের ময়লা এবং তেল জমতে পারবে না। যাদের ত্বকের ধরণ তৈলাক্ত তাদের সহজেই মুখে তেল জমে অস্বস্তি হয়।
রূপচর্চা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ত্বক পরিষ্কার রাখা, সুষম খাদ্য খাওয়া এবং ঘরোয়া উপায়ে পরিচর্যা করা হতে পারে তৈলাক্ত ত্বকের পরিচর্যার তিনটি উপকারী উপায়।
উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। পানির সাথে গোলাপজল মিশিয়ে ব্যবহার করলে এটি টোনার হিসেবে কাজ করবে। আবার পানিতে নিম পাতা ভিজিয়ে রেখে ব্যবহার করলে ব্যাকটেরিয়ার জীবাণু সংক্রমণ থেকে ত্বককে বাঁচানো যায়। নিমের সাবান ও নিমের গুঁড়োও ব্যবহার করা যায়।
আবার ত্বকের ময়লা পরিষ্কার করতে কিছু ঘরোয়া ফেসপ্যাকও ব্যবহার করা যায়। মুলতানি মাটি, চন্দন পাউডার, কাগজি লেবুর রস, টক দই অথবা দুধের সর একসঙ্গে মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বকের অতিরিক্ত তেল কেটে যাবে।
আবার সুষম খাদ্যাভ্যাসের কারণেও ত্বকের লাবণ্য ফিরে আসতে পারে। ছোট মাছ, শাকসবজি ও মৌসুমি ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল যা ত্বকের জন্য ভালো। তাই তেলে ভাজা ও অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পরিহার করা উচিত। এছাড়া ব্রণ দূর করতে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। সকালে ঘুম থেকে উঠে উষ্ণ পানির সাথে মধু মিশিয়ে সেবন করা যায়।
মতামত দিন