৪ ছেলে ও ১২ নাতি-নাতনির সম্মতিতে বাড়িতেই ধুমধাম করে আয়োজন করা হয় তাদের বিয়ের
ভারতের মধ্যপ্রদেশের ৭০ বছরের বৃদ্ধ উমরাও সিংহ অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন অশোকনগর জেলার একটি হাসপাতালে। ভর্তি থাকার সময়ে হাসপাতালেই পরিচয় হয় গুড্ডিবাই নামে ৫৫ বছরের এক নারীর সঙ্গে।
তবে ভালবাসার কাছে হার মানতে অনেকটা বাধ্যই হয় তাদের বয়স। এরপর পরিবারের সম্মতিতেই প্রণয় রূপ পায় পরিণয়ে। অতঃপর ধুমধাম করে বিয়ে।
আনন্দবাজার জানিয়েছে, কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হন মধ্যপ্রদেশের উমরাও সিংহ ও গুড্ডিবাই। পাশাপাশি দুটো বেডে শয্যা হওয়ায়, একসঙ্গে তাদের অনেকটা সময় কাটে। সেখান থেকেই গড়ে ওঠে সখ্য। একপর্যায়ে দুজনের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি বুঝতে পারেন তারা।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুযোগের সদ্ব্যবহার করার সুযোগ হারাতে চাননি কেউই। তাই গুড্ডিবাইকে নিজের গ্রামে নিয়ে যান তিন বছর আগে বিপত্নীক হওয়া উমরাও। সেখানে নিজের ছেলেদের সব কথা বলেন। পরে চার ছেলে ও ১২টি নাতি-নাতনির সম্মতিতেই বাড়ি ভুরাখেদিতে ধুমধাম করে আয়োজন করা হয় বিয়ের।
সেই বিয়েতে বেজেছে বাজনা, ফেটেছে বাজি। সোনালি রঙের পাঞ্জাবিতে উমরাও ও বাদামি রঙের শাড়িতে গুড্ডিবাইকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন আমন্ত্রিত গ্রামবাসীরাও।
মতামত দিন