গর্ভধারণের পর যতদিন ধরে নারীরা গাঁজা সেবন করবেন সন্তানের মধ্যেও ততো বেশি পরিমাণে অস্বাভাবিকতা দেখা যাবে
গর্ভাবস্থায় গাঁজা সেবন করলে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের মানসিক বিকৃতি দেখা দিতে পারে। এক গবেষণার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।
৯ বছর বয়সী কিছু শিশুর ওপর “দ্য অ্যাডোলেসেন্ট ব্রেইন কগনিটিভ ডেভেলপমেন্ট” বা এবিসিডি শিরোনামের গবেষণাটি পরিচালিত হয়। গর্ভাবস্থায় এসব শিশুদের মায়েরা গাঁজার “সংস্পর্শে” এসেছিলেন।
পাশাপাশি, গবেষকরা ১১,৪৮৯টি শিশুর শোয়ার ভঙ্গির ওপরও নজরদারি চালিয়েছেন। এই শিশুদের মধ্যে ৬৫৫ জনের মা গর্ভাবস্থায় মাদক (গাঁজা) সেবন করেছিলেন।
গবেষণায় উঠে এসেছে, মায়ের পেটে থাকা অবস্থায় যে শিশুরা গাঁজার সংস্পর্শে এসেছে তাদের প্রত্যেকের মধ্যেই পরিলক্ষিত হয়েছে “অস্বাভাবিক” আচরণ। অন্যান্য শিশুদের তুলনায় আচরণে কিছু অস্বাভাবিকতা ছাড়াও তাদের মধ্যে মনোযোগ, সামাজিক আচরণ, ঘুম এমনকি জ্ঞান আহরণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব দেখা যায়।
গবেষকরা বলছেন, গর্ভধারণের বিষয়টি বুঝতে পারার পরে যতদিন ধরে নারীরা গাঁজা সেবন করবেন সন্তানের মধ্যেও ততো বেশি পরিমাণে অস্বাভাবিকতা দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সতর্ক করে দিয়ে বলেছে, গর্ভাবস্থায় গাঁজা সেবন করলে ভূমিষ্ঠ শিশুর ওজন কম হতে পারে। আরও শঙ্কার বিষয় হলো, “এটি সন্তানের শেখার ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে।”
তাই গর্ভাবস্থায় গাঁজা সেবন সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তাদের মতে এটি পরিহার করা উচিৎ।
মতামত দিন