পার্টি বা উৎসব-আয়োজনে সাজুন সাধারণের চেয়ে একটু ভিন্নভাবে। দেখবেন, সকলের মনোযোগের মধ্যমণি হওয়া কত সহজ!
পার্টি লুক মানেই কিন্তু একটু বিশেষ কিছু। সচরাচর যেরকম দেখতে লাগে, পার্টিতে যাওয়ার সময় তারচেয়ে একটু অন্যরকম দেখতে লাগলেই সহজে নজর কাড়া সম্ভব হয়! তাই পার্টি বা উৎসব-আয়োজনে সাজুন সাধারণের চেয়ে একটু ভিন্নভাবে, দেখবেন সকলের মনোযোগের মধ্যমণি হওয়া কত সহজ! জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।
১. পার্টিতে খোলা চুল ব্লো ড্রাই করে রাখতেই পারেন। তবে যদি নাচতে হয়, সেক্ষেত্রে ফ্লোরে খোলা চুল সামলাতে গেলে অসুবিধা হতে পারে। তাই চুল বেঁধে রাখাই শ্রেয়।
২. মেসি বান, সাইড রোল, হাফ আপডু কিংবা ফ্রেঞ্চ রোল ট্রাই করতে পারেন।
৩. মেসি বানের জন্য চুল ভাল করে ব্রাশ করে নিন। এবার একটা পনিটেল বেধে নিন। এবার চুলের নিচ থেকে উল্টোদিকে ব্রাশ করুন। খানিকটা করে চুল নিয়ে রোল করে কাটা বা ববি পিনের সাহায্যে সেট করে নিন।
৪. সাইড রোলের ক্ষেত্রে মেসি বানের মতোই পনিটেল করুন, তবে মাথার কোনও একপাশে। এবার পুরো চুল রোল করে ববি পিনের সাহায্যে আটকে নিন।
৫. হাফ আপডু করতে চাইলে কানের ওপরের অংশ অবধি চুল নিয়ে ব্রাশ করে নিন। এবার ওই অংশের চুল ওপর থেকে নিচের দিকে ব্রাশ করে পাফ করে নিন। এবার দু’পাশে কানের ওপরের অংশ অবধি চুল পিছনে নিয়ে ববি পিন লাগিয়ে নিন।
৬. ফ্রেঞ্চ রোলের ক্ষেত্রে পুরো চুল পনিটেল বাঁধার মতো করে ধরে বাইরে থেকে ভেতরের দিকে লম্বালম্বিভাবে রোল করতে থাকুন। পুরো চুল রোল করা হয়ে গেলে ববি পিন ও কাটার সাহায্যে সেট করে নিন।
পরিশেষে, আজকাল বিভিন্ন হেয়ার অ্যাকসেসরিজও পাওয়া যায়। যেমন টায়রা, সুন্দর হেয়ার পিন, বোহো ব্যান্ড, স্টোন ক্লিপস ইত্যাদি। এসব ব্যবহার করেও কিন্তু খুব সহজেই নিজের আলাদা স্টাইল তৈরি করে নিতে পারেন!
মতামত দিন