সম্প্রতি সিঙ্গাপুরে এ ঘটনা ঘটতে দেখা গেছে
অন্তঃসত্ত্বা থাকাকালে করোনাভাইরাসে আক্রান্ত হন সিঙ্গাপুরের এক নারী। প্রায় আড়াইমাস হাসপাতালে থাকার পর সুস্থও হয়ে ওঠেন তিনি। এরপর যখন সন্তানের জন্ম দেন, তখন দেখা যায়, সন্তানের শরীরে তৈরি হয়েছে করোনাভাইরাসের অ্যান্টিবডি।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদপত্র স্ট্রেইটস টাইমসকে শিশুটির মা সেলিং নাং চান জানান, নভেম্বরে জন্ম নেওয়া শিশুটির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি, বরং পাওয়া গেছে অ্যান্টিবডির অস্তিত্ব। শিশুটি জন্মের সময় মায়ের করোনাভাইরাস অ্যান্টিবডি তার শরীরেও থাকতে পারে জানিয়েছিলেন চিকিৎসকরা।তবে সত্যি শিশুটির শরীরে অ্যান্টিবডি থাকার বিষয়টিকে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নতুন তথ্য বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মায়ের গর্ভে থাকাকালীন সন্তানের শরীরে মায়ের থেকে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে কি না, তার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। এমনকি মাতৃদুগ্ধেও করোনাভাইরাসের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।
এরআগে চীনের কয়েকটি গবেষণাতেও মায়ের শরীর থেকে কোভিড-১৯ সন্তানের শরীরে যাওয়ার উদাহরণ নেই, এমন তথ্য উঠে আসে।
মতামত দিন