বছরের ৩৬৪ দিন চকলেট খাওয়ার সুযোগ যাদের হয়না তাদের জন্য আজকের "চকলেট কেক দিবস"
চকলেট কেনা ভালবাসে? তার মধ্যে যদি হয় চকলেটের কেক তাহলে তো সোনায় সোহাগা! আজকাল অনেকেই ডায়েট মেনে চলতে গিয়ে চকলেট জাতীয় খাবার এড়িয়ে চলেন। যাদের বছরে ৩৬৪ দিন চকলেট খাওয়ার সুযোগ হয়না, তাদের জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। কারণ আজ (২৭ জানুয়ারি) চকলেট কেক দিবস!
ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যেমের কল্যাণে “চকলেট কেক দিবস” এখন বেশ জনপ্রিয়। দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি দিনটির কথা মাথায় রেখে নানা ধরনের ক্যাম্পেইন ও ডিসকাউন্টের সুবিধা দিচ্ছে।
চকলেট কেক ডে উদযাপনের চল এশীয় দেশেগুলোর চাইতে পশ্চিমা দেশগুলোতেই বেশি। ধরে নেওয়া হয় যে, বিংশ শতাব্দীর শেষাংশ বা একবিংশ শতাব্দীর প্রথমাংশের দিক থেকে এই দিবসটির চল শুরু হয়েছে। বাংলাদেশে তরুন প্রজন্মের মাঝে “চকলেট দিবস” এর প্রচলন থাকলেও “চকলেট কেক দিবস” এর প্রচলন একটু কম।
কেক এমনিতেও একটি লোভনীয় খাবার। এরপর তা যদি হয় চকলেটের তাহলে তো কথাই নেই! তাই দেরি না করে এবং একটি দিনের জন্য মুটিয়ে যাওয়ার ভয় না করে খেয়ে আসুন মজাদার সব চকলেট কেক!
মতামত দিন