Thursday, April 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

রোনালদোর সঙ্গে খেলতে পারবেন নেইমার, ইঙ্গিত রিয়াল কোচের

নেইমারের দলবদল আবারও আলোচনায়। প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন, এমনই খবর কাতালান এক সংবাদমাধ্যমের।

আপডেট : ১২ মে ২০১৮, ০৯:১৫ এএম

রিয়াল মাদ্রিদের এই চেষ্টা নতুন খবর নয়। এর আগেও কয়েক দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে তারা নেইমারকে আনতে। তবে এবার নাকি সান্তিয়াগো বার্নাব্যুতে এসেই যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাতালান ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’র খবর, নেইমার নাকি তার পিএসজি সতীর্থদের জানিয়েছেন, মৌসুম শেষে প্যারিস ছাড়ছেন তিনি।

অথচ গত গ্রীষ্মের দলবদলেই ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে নাম লিখিয়েছেন পার্ক দে প্রিন্সেসে। এক মৌসুম যেতে না যেতেই নতুন করে শুরু হয়েছে তার দলবদলের গুঞ্জন, যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়ালের নাম। মাদ্রিদের ক্লাবটি নাকি ইতিমধ্যে কথা-বার্তা শুরু করে দিয়েছে নেইমারের এজেন্টের সঙ্গে। শেষ পর্যন্ত যদি বার্নাব্যুতে এসেই যান নেইমার, তাহলে কি মানিয়ে নিতে পারলেন ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে?

প্রশ্নটা রিয়াল কোচ জিনেদিন জিদানের সামনে তোলা হয়েছিল শুক্রবারের সংবাদ সম্মেলনে। যেখানে ফরাসি কিংবদন্তি স্পষ্ট কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন, দুই তারকার একসঙ্গে খেলা সম্ভব। নেইমারের দলবদল নিয়ে জিদানের বক্তব্য, ‘এই মুহূর্তে আমি সামনের ম্যাচ নিয়ে চিন্তিত। (লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ) ফাইনালের পর আমরা আলোচনা করব সামনের বছরে কী পরিবর্তন আনা যায়। তবে এই ধরনের (নেইমারের) বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারি না।’

যদিও দুই তারকা খেলোয়াড় যে একসঙ্গে খেলতে পারেন, সেটা স্পষ্ট করেছেন জিদান। নিজের অভিজ্ঞতাই ভাগাভাগি করেছেন এই জায়গায়, ‘ভালো খেলোয়াড় সবসময়ই যোগ্য হয়। আমার মনে আছে একবার লোকজন আলোচনা করেছিল, আমি ইউরি জোরকাইফের সঙ্গে খেলতে পারব না। অথচ আমরা একসঙ্গে বিশ্বকাপ জিতেছিলাম।’

তাই রোনালদো ও নেইমারও যে একসঙ্গে খেলতে পারবেন, সেই ইঙ্গিত দিলেন এই বলে, ‘ভালো খেলোয়াড় সবসময় একসঙ্গে খেলতে পারে। মাঠে ওদের মধ্যে একটা রসায়ন এমনিতেই তৈরি হয়ে যায়। তবে জানি না নেইমারের সঙ্গে কোনও আলোচনা হচ্ছে কিনা।’ গোল ডটকম

About

Popular Links