Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইসলামবিরোধী আন্দোলনকারীদের সামনে ছবি তুলে ভাইরাল মুসলিম নারী

বিক্ষোভকারীরা লাউডস্পিকারে ইসলামবিরোধী বক্তব্য দিচ্ছিলেন।

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৮:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর তীব্র আলোচনার মুখে পড়েছেন এক মুসলিম নারী। টুইটারে শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা।

তবে, যাকে নিয়ে এই আলোচনা ২৪ বছর বয়সী সেই শায়মা ইসমায়েল বলছেন, "তাদের ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা আর হাসির অস্ত্র" নিয়ে হাজির হয়েছেন তিনি। হিজাব পরে হাসিমুখে শান্তির চিহ্ন দেখানো শায়মার ছবিটি লাইক করা হয়েছে তিন লাখেরও বেশি বার।

বিবিসিকে তিনি বলেন, "অবিশ্বাস্য সাড়া পেয়েছি। অনেকেই আমাকে সমর্থন জানিয়েছেন।"

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মুসলিম আমেরিকান সোস্যাইটির ৪৪ তম বার্ষিক কনভেনশন চলাকালে ছবিটি তোলেন শায়মা।

অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার বাসিন্দা এই নারী বলেন, "অনুষ্ঠানে ব্যাপক লোকসমাগম হয়েছিল। সুন্দরভাবে সবকিছু চলছিল। কিন্তু আমরা দেখলাম বাইরে কিছু লোক বিক্ষোভ করছে। প্রথমে কেবল দূর থেকে তাদের ছবি তুলেছিলাম আমরা।"

বিক্ষোভকারীরা লাউডস্পিকারে ইসলামবিরোধী বক্তব্য দিচ্ছিলেন।

অনুষ্ঠানের তৃতীয় দিনেও ওই বিক্ষোভকারীরা তাদের কার্যক্রম অব্যাহত রাখলে আমরা কিছু একটা করার চিন্তা করি, বলেন শায়মা।

তার ভাষায়, "আমাদের মহানবী বলছেন- 'হাসি উদারতার নিদর্শন' আর তাই আমি সবসময়ই হাসি। তাই আমি তাদের সামনে গিয়ে আমার হাস্যোজ্জ্বল মুখের একটা ছবি তুলতে বলে এক বন্ধুকে। আমি তাদের ঘৃণার পরিবর্তে ভালোবাসা আর হাসি দিতে চেয়েছি।"

About

Popular Links