Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্কার্ট পরা মেয়েদের ভর্ৎসনা করে ক্ষমা চাইলেন ভারতীয় নারী

সোশ্যাল মিডিয়ায় তীব্র অসন্তোষের মুখে পড়েন কটূক্তিকারী নারী। অবশেষে একটি ফেসবুক পোস্টে ক্ষমা চান তিনি।

আপডেট : ০২ মে ২০১৯, ০৮:৫০ পিএম

ছোট স্কার্ট পরা মেয়েদের অসম্মান এবং বকাঝকা করে ক্ষমা চেয়েছেন মধ্যবয়সী এক ভারতীয় নারী। বুধবার (১ মে) মেয়েদের উদ্দেশ্য করে কটূক্তির একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ওই ভিডিওতে দেখা যায়- সোমা চক্রবর্তী নামের ওই নারী মেয়েদের গালিগালাজ করছেন এবং শর্ট স্কার্ট পরায় তাদের একজনকে ভর্ৎসনা করছেন।

ওই নারীর কটূক্তির অন্যতম শিকার শিভানি গুপ্তা এমনই একটি ভিডিও পোস্ট করেন তার ফেসবুক প্রোফাইলে।

সঙ্গে তিনি লিখেছেন, "আজ একটি রেস্টুরেন্টে এক নারী আমি আর আমার বন্ধুদেরকে হয়রানি করেছেন। ভিডিওতে আপনারা দেখবেন, ছোট কাপড় পরায় মধ্যবয়সী এই নারী আমাদেরকে ধর্ষণ করার জন্য সেখানে থাকা সাতজন পুরুষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ক্রমাগত অযাচিত মন্তব্য করেই যাচ্ছিলেন।"

শিভানির ওই পোস্ট ভাইরাল হয়ে গেলে বুধবার টুইটারে চালু হয় #Auntyjiapologise হ্যাশট্যাগ।

সোশ্যাল মিডিয়ায় তীব্র অসন্তোষের মুখে পড়েন কটূক্তিকারী নারী। অবশেষে একটি ফেসবুক পোস্টে ক্ষমা চান তিনি।

দুই প্যারার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "আমি নিঃশর্তভাবে সব মেয়েদের কাছে ক্ষমা চাইছি। ঘটনার পর আমি বুঝতে পেরেছি যে, আমার বক্তব্যগুলো ভুল এবং কর্কশ ছিল। আমি ব্যক্তিগতভাবে কাউকে বিষয়টা জানাতে পারতাম। রক্ষণশীল না হয়ে বরং আমার প্রগতিশীল আচরণ করা উচিত ছিল।

একজন স্ত্রী, বোন এবং মা ও সবার ঊর্ধ্বে একজন নারী হিসেবে আমি নারীর মর্যাদাকে মূল্য দেই। আবারও বলছি, যারা আঘাত পেয়েছেন তাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি।"

About

Popular Links