Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

সাপ-মানুষের পাল্টাপাল্টি কামড়, বাঁচলো না কেউই!

প্রতিশোধ নিতে সাপটিকে কামড়ান তিনি।

আপডেট : ০৬ মে ২০১৯, ০৭:০০ পিএম

মাঠে কাজ করছিলেন এক কৃষক। এমন সময় বিষধর এক সাপের কামড়ের শিকার হন তিনি। এতেই চটে যান ওই কৃষক। প্রতিশোধ নিতে সাপটিকেও কামড়ান তিনি। আর পাল্টাপাল্টি এই কামড়ে মৃত্যু হয়েছে ওই কৃষকের। বাঁচেনি সাপটিও। 

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের মাহিসাগর গ্রামে। ওই ব্যক্তির নাম পর্বত গালা বাড়িয়া (৭০)। 

পর্বতের পুত্রবধূর বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, ঘটনার সময় সেখানে আরও একজন ছিলেন। তিনি পরে সাপটি নিয়ে পুড়িয়ে ফেলেন।  এরপ তিনি পর্বতকে নিয়ে হাসপাতালে যান। 

কিন্তু হাসপাতালে গিয়ে চিকিৎসা পাননি পর্বত। ঘুরতে থাকেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। এরই এক পর্যায়ে তার মৃত্যু হয়।

About

Popular Links