Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

চীনে পাচার হচ্ছে পাকিস্তানি কনে

মেয়েকে নেওয়ার জন্য দুস্থ বাবা-মাকে মোটা অঙ্কের অর্থের লোভ দেখাতেও পিছপা হচ্ছেন না তারা।  

আপডেট : ০৭ মে ২০১৯, ০৪:১৫ পিএম

বিয়ের জন্য পাকিস্তানি নারীরা চীনা পুরুষদের পছন্দের তালিকায় উঠে এসেছে। আর এ কারণেই দেশটি থেকে হাজার হাজার নারী চীনে পাচার করা হচ্ছে।  

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে খালিজ টাইমস জানায়, পাকিস্তানি খ্রিস্টান কনে খুঁজতে মরিয়া হয়ে পড়েছে চীন ও পাকিস্তানের একদল দালাল। বিভিন্ন এলাকায় তারা খুঁজে বেড়াচ্ছে বিয়ের উপযুক্ত নারী। মেয়েকে নেওয়ার জন্য দুস্থ বাবা-মাকে মোটা অঙ্কের অর্থের লোভ দেখাতেও পিছপা হচ্ছেন না তারা।  

সংবাদমাধ্যমটি আরও জানায়, বলতে গেলে ওই নারীদের তাদের বাবা-মায়ের কাছ থেকে এক প্রকার কিনে নেওয়া হচ্ছে। এমনকি বলা হচ্ছে, তাদের হবু জামাতারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন এবং বেশ ধনী। কিন্তু পরে দেখা যায় সেগুলো ছিল পুরোটাই ধোঁকা।  

এদিকে এক ধরনের মানব পাচার বন্ধে পাকিস্তান ও চীনকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গত ২৬ এপ্রিল দেওয়া সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, চীনে পাকিস্তানি নারী ও শিশুদের যৌনদাসত্বের ঝুঁকি বাড়ছে।

About

Popular Links