Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরবের জাহাজে 'গুপ্ত হামলা'

হামলার ঘটনার পর উপকূলীয় ওই অঞ্চলে উত্তেজনা চলছে। এখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক পঞ্চমাংশ রপ্তানি হয়ে থাকে।

আপডেট : ১৩ মে ২০১৯, ০৪:১৮ পিএম

সৌদি আরবের কয়েকটি তেলবাহী জাহাজে 'গুপ্ত হামলার' ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার সংযুক্ত আরব আমিরাতের (ইউএি) উপকূলে ফুজাইরাহ বন্দরের কাছাকাছি এ ঘটনা ঘটে। 

সৌদি জ্বালানি মন্ত্রী খালিদ আল-ফালিহের এই বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, ওই হামলায় জাহাজগুলোর 'অনেক' ক্ষয়ক্ষতি হয়েছে।

আরব আমিরাত জানিয়েছে, বেশ কয়েকটি দেশের নাগরিক থাকা চারটি জাহাজ হামলার শিকার হয়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জ্বালানি মন্ত্রী ফালিহকে উদ্ধৃত করে জানায়, আরব উপসাগর অতিক্রমের সময় আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছাকাছি এলাকায় দুইটি সৌদি তেলের জাহাজ গুপ্ত হামলার শিকার হয়েছে। দুইটি জাহাজের একটি সৌদি অপরিশোধিত তেল নিয়ে রাস তারুনা বন্দর থেকে যুক্তরাষ্ট্রের সৌদি আরামকোর গ্রাহকদের উদ্দেশে যাচ্ছিল।

এদিকে ওই এলাকা দিয়ে নৌযান চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম কর্তৃপক্ষ।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলার এই ঘটনা 'উদ্বেগজনক এবং ভীতিকর'। তিনি এর পূর্ণ তদন্তের আহবান জানিয়েছেন।

হামলার ঘটনার পর উপকূলীয় ওই অঞ্চলে উত্তেজনা চলছে। এখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক পঞ্চমাংশ রপ্তানি হয়ে থাকে।

   

About

Popular Links

x