Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

শ্রীলঙ্কায় দাঙ্গা-মসজিদে ভাঙচুর, ১ মুসলিম নিহত

গত ২১ এপ্রিল বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহত হওয়ার জেরে দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতা খারাপ অবস্থা ধারণ করেছে।

আপডেট : ১৪ মে ২০১৯, ০৬:০৮ পিএম

শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ সময় বেশকিছু দোকান ও মসজিদে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার সদস্য এবং শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেসের নেতা রউফ হাকিম এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত ২১ এপ্রিল বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহত হওয়ার জেরে দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতা খারাপ অবস্থা ধারণ করেছে।

রউফ হাকিম জানান, শ্রীলঙ্কার বৌদ্ধ সংখ্যাগুরু সিংহলিজ সম্প্রদায়ের সদস্যরা সোমবারের সহিংসতার সময় কয়েকটি শহরে মুসলিম মালিকানাধীন দোকান ও বাড়িতে হামলা চালায়। এ সময় এক মুসলিম ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।

শ্রীলঙ্কার পশ্চিমেও সাম্প্রদায়িক সহিংসতার খবর পাওয়া গেছে। সরকার সোমবার দেশব্যাপী সান্ধ্য আইন জারি এবং অস্থায়ীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ম্যাসেজিং অ্যাপস বন্ধ করে দিয়েছে।

About

Popular Links