Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

চীনে বন্ধ হলো উইকিপিডিয়া

এর আগে ২০১৭ সালে উইকিপিডিয়ার ব্যবহার বন্ধ করে দেয় তুরস্ক

আপডেট : ১৬ মে ২০১৯, ০৩:৫২ পিএম

চীনে বন্ধ করে দেয়া হয়েছে উইকিপিডিয়া।ওয়েবসাইটটির মালিকানা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বুধবার (১৫ মে) উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গত এপ্রিল দেশটিতে প্রতিষ্ঠানটির সকল ভাষার সংস্করণই বন্ধ রয়েছে। 

তবে এ প্রসঙ্গে উইকিমিডিয়া জানিয়েছে, এ পদক্ষেপের ব্যাপারে চীনের পক্ষ থেকে কোনো নোটিশ পায়নি তারা

এর আগে ২০১৭ সালে উইকিপিডিয়ার ব্যবহার বন্ধ করে দেয় তুরস্ক। এছাড়াও এ বছর ভেনিজুয়েলাও সাময়িকভাবে বন্ধ রাখা হয় উইকিপিডিয়া। চীনা ভাষায় উইকিপিডিয়া বন্ধ থাকলেও দেশটিতেসকল ভাষার উইকিপিডিয়া কার্যক্রম বন্ধ রাখা হয় মূলত এপ্রিল থেকে।

   

About

Popular Links

x