দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে উন্নয়নের কাজে নিয়োজিত একটি ছোট বিমান বিধ্বস্তে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৭ টার দিকে ডায়মন্ড ডিএ৪২ এই বিমানটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসির একটি খবরে বলা হয়।
দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জন ব্রিটিশ এবং একজন আফ্রিকান নাগরিক রয়েছেন। এদের মধ্যে বিমানের পাইলট, কো-পাইলট এবং ২ জন যাত্রী রয়েছেন।
এ ঘটনায় পৃথিবীর ব্যস্ততম এই বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে। দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৭টা ৩৬ মিনিট থেকে ৮টা ২২ মিনিট পর্যন্ত বিমান চলাচল বন্ধ ছিল।
তবে, এখনও পর্যন্ত বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।