Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

একবছরেই মুক্তি পেল রোহিঙ্গা গণহত্যায় দশবছর সাজাপ্রাপ্ত সাত সেনা

রয়টার্সের এক প্রতিবেদনে রোহিঙ্গা গণহত্যায় জড়িত সাত সেনা সদস্যকে গোপনে মুক্তির বিষয়টি উঠে এসেছে

আপডেট : ২৭ মে ২০১৯, ০৩:২৯ পিএম

২০১৭ সালে রাখাইন রাজ্যে ১০ রোহিঙ্গা হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত সাত সেনা সদস্যকেমুক্তি দিয়েছে মিয়ানমার।

সোমবার (২৭ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সাত সেনা সদস্যকে গোপনে মুক্তির বিষয়টি উঠে এসেছে। একইসময়ে কারাবন্দি দুই বিশেষ সূত্রের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে গত বছরের নভেম্বরেই মুক্তি পায় ওই সেনা সদস্যরা। এতে বলা হয়েছে, দশ বছরেরও বেশি সাজাপ্রাপ্ত সেনাসদস্যদের কারাবন্দি হওয়ার একবছরের আগেই মুক্তি দেয়া হয়েছে।

তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজী হননি দেশটির সেনাবাহিনীর মুখপাত্র যাউ মিন তুন এবং তুন তুন নাই।

সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, “সাজাপ্রাপ্তদের মেয়াদ কমিয়ে দিয়েছে।” তবে ঠিক কত তারিখে দোষী সাব্যস্ত ওই সেনা সদস্যরা মুক্তি পেয়েছেন তা তারা জানেন না। এমনকি এ ব্যাপারে  সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন এবং তুন তুন নেয়ি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

গত বৃহস্পতিবার জিন পাইনিং সো এক ফোন কলে রয়টার্স প্রতিনিধিকে নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত ওই সেনা সদস্যদের মধ্যে তিনিও ছিলেন। তবে বর্তমানে তিনি কারাগারের বাইরে আছেন বলেও জানান। যদিও আগাম মুক্তির বিষয়ে তাদের মুখবন্ধ রাখার নির্দেশ রয়েছে বলেও তিনি জানান।

About

Popular Links