Wednesday, June 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

মক্কায় যুক্তরাষ্ট্রকে নিন্দা

জেরুজালেমে দূতাবাস স্থাপনকারী দেশগুলোকে বয়কট করার জন্য ওআইসির সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

আপডেট : ০১ জুন ২০১৯, ১১:৩৬ এএম

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও বিতর্কিত এই নগরীকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

আজ শনিবার ওআইসির এক বিবৃতিতে নিন্দা জানানো হয় বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।  

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আয়োজিত সম্মেলনে ‘জেরুজালেমে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার দূতাবাস স্থানান্তরের’ নিন্দা জানানো হয়েছে এবং এ নগরীতে দূতাবাস স্থাপনকারী দেশগুলোকে বয়কট করার জন্য ওআইসির সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরাড কুশনার চলতি মাসের শেষের দিকে বাহরাইনের এক সম্মেলনে দীর্ঘ প্রতিক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রেক্ষিতে অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরবেন। পরিকল্পনাটিকে ট্রাম্প ‘শতাব্দির চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনীরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ট্রাম্পের সকল নীতি ইসরাইলের পক্ষে গেছে।

২০১৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনীরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে।

   
Banner

About

Popular Links

x