ঈদের দিনের বৃষ্টিকে আল্লাহর আশীর্বাদ হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকালে পশ্চিমবঙ্গের রেড রোডে ঈদের প্রধান জামাতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মমতা বলেন, "আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের এক মাসের রোজায় আল্লাহ খুশি হয়ে এই বৃষ্টি পাঠিয়েছেন। এই বৃষ্টি আপনাদের জন্য আল্লাহর আশীর্বাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক মানবতার। জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত"।
"ধর্ম যার যার, উৎসব সবার। আসুন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি এটাই হোক আমাদের মন্ত্র", যোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
Today, like previous years, I attended #Eid prayers at Red Road and exchanged greetings with all.
— Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2019
Some pictures of the occasion are uploaded here for all of you. #EidMubarak once again pic.twitter.com/I9gsNAZZuO
এর আগে ঈদের দিন সকাল থেকেই বৃষ্টি হওয়ায় ঈদ জামাতে মমতার আসা নিয়ে সন্দেহে ছিলেন রেড রোডের মুসল্লিরা। তবে তাদের শঙ্কা দূর করে বৃষ্টির মধ্যেই গত বছরের মতোই মুসল্লিদের মাঝে হাজির হন মমতা বন্দোপাধ্যায়। পরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন মমতা।
এদিকে আনন্দের এই উৎসবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুরো কলকাতা জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।