Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্প : মঙ্গল গ্রহের অংশ চাঁদ

নাসা ২০২৪ সালের মধ্যে চাঁদে আবারো মানুষ পাঠানোর কথা ভাবছে।

আপডেট : ০৮ জুন ২০১৯, ০২:০৭ পিএম

চাঁদকে মঙ্গল গ্রহের অংশ বলে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনার সমালোচনা করে এমন মন্তব্য করেন ট্রাম্প। 

টুইটে ট্রাম্প লেখেন, 'আমরা যে অর্থ খরচ করছি, নাসার চাঁদে যাওয়া নিয়ে কথা বলা উচিৎ না-যা আমরা ৫০ বছর আগেই করেছি। তাদের আরও বৃহত্তর বিষয়ের দিকে নজর দিতে হবে, এর মধ্যে রয়েছে মঙ্গল গ্রহ (চাঁদ যার একটি অংশ), প্রতিরক্ষা ও বিজ্ঞান।'   

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নাসা ২০২৪ সালের মধ্যে চাঁদে আবারো মানুষ পাঠানোর কথা ভাবছে। কয়েক মাস আগে ট্রাম্প নিজেও নাসার এই পরিকল্পনা সমর্থন করেন। তবে ট্রাম্পের বর্তমান কথায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তিনি হাসি-ঠাট্টার পাত্র হয়েছেন।  

১৯৬৯ সালে প্রথম বারের মতো চাঁদে তিনজন নভোচারীকে পাঠায় নাসা। সে সময় যুক্তরাষ্ট্রের এই অগ্রযাত্রা বিশ্ববাসীকে অবাক করে দেয়। তবে ওই অভিযানের নানা খুঁত ধরে নাসার চন্দ্রাভিযান আসলে মিথ্যাচার বলে দাবি করেন অনেকে।

About

Popular Links