Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতের যুদ্ধবিমান থেকে ভেঙে পড়ল ট্যাংক, গোয়ায় বিমানবন্দর বন্ধ

যুদ্ধবিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতের নৌবাহিনী।

আপডেট : ০৮ জুন ২০১৯, ০৭:৩২ পিএম

যুদ্ধবিমানের ট্যাংকার খুলে আগুন ধরে যাওয়ায় ভারতের গোয়া বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানবন্দর থেকে একটি যুদ্ধ বিমানের উড়ে যাওয়ার কথা ছিল। এ সময় বিমানটির জ্বালানির ট্যাংক খুলে পড়ে যায়। এর পর আগুন ধরে যায় বিমানবন্দরের ভেতরে। এতে মূল  রানওয়ের একটি অংশেও আগুন লেগে যায়।

তবে যুদ্ধবিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতের নৌবাহিনী।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, বিমানবন্দরের রানওয়ে থেকে একটি ‘মিগ-২৯ কে’ যুদ্ধবিমান উড়ার সময় সেটির তেলের ট্যাংকার খুলে পড়ে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

About

Popular Links