Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

জাপানে মাতাল অবস্থায় ড্রোন উড়ালে শাস্তি

নতুন এই আইন অনুযায়ী মাতাল অবস্থায়  ড্রোন উড়ালে সর্বোচ্চ তিন লাখ ইয়েন জরিমানাও করা হতে পারে

আপডেট : ১৩ জুন ২০১৯, ১০:৫০ পিএম

জাপানে মাতাল অবস্থায় ড্রোন উড়ানো ব্যক্তির সর্বোচ্চ এক বছরের কারাদন্ডের বিধান রেখে নতুন আইন পাস করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে নতুন এই আইন পাস করা হয় বলে বার্তা সংস্থা এএফপি'র একটি প্রতিবেদনে জানানো হয়েছে। 

এই আইনের লক্ষ্য হচ্ছে ক্রমেই অতি জনপ্রিয় হওয়া এই যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করা। নতুন এই আইন অনুযায়ী জাপানে ২শ’ গ্রামের বেশি ওজনের কোন ড্রোন মাতাল অবস্থায় উড়ালে সর্বোচ্চ তিন লাখ ইয়েন (২,৭৫০ ডলার) জরিমানাও করা হতে পারে। এছাড়া একেবারে ঘোর মাতাল অবস্থায় ড্রোন উড়ালে সেক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা পাঁচ লাখ ইয়েনও হতে পারে।

এ প্রসঙ্গে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, "আমরা মনে করি মদ পান করে ড্রোন উড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার বিরাট আশঙ্কা থাকে"। 

প্রসঙ্গতঃ সম্প্রতি জাপানে ড্রোন সংক্রান্ত দুর্ঘটনা অনেক বেড়ে যাওয়ায় এ আইনটি পাস করা হলো।

   
Banner

About

Popular Links

x