পৃথিবীজুড়েই বেড়েছে তাপমাত্রা। এর প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। তাপমাত্রা বৃদ্ধির জের ধরে এ অঞ্চলের দেশ কুয়েতে রেকর্ড করা হয়েছে ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা।
সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, গত ৮ জুন কুয়েতে ছায়ায় ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও রোদে ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশটিতে তাপমাত্রা ৬৮ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে অত্যাধিক গরমে হিটস্ট্রোকে সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দাববাহ বয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্য অঞ্চলের দেশগুলোর ওপর দিয়েও। ৮ জুন সৌদি আরবের আল-মাজমা শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগেই ইরাকের মেসান প্রদেশের তাপমাত্রা ছিল ৫৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন মাস দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এই পরিস্থিতি আর কিছুদিন বজায় থাকবে বলে আরবের আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে।