গ্রিনল্যান্ডের পশ্চিমের ছোট্ট দ্বীপ ইনারস্যুটের দিকে ধেয়ে আসছে বিশালাকৃতির এক হিমশৈল। হিমশৈলটি যদি হঠাৎ করে ভেঙ্গে পড়ে তবে পানিতে যে ঢেই সৃষ্টি হবে তাতে সুনামিতে ভেসে যেতে পারে ওই গ্রাম। এ কারণে গ্রামের কিছু অংশ খালি করে ফেলা হয়েছে।
গ্রামের যে অংশ সমুদ্রের বেশি কাছে সেখানকার ১৬৯ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রাম প্রধান সুসান ইলিয়াসেন বলেন, “হিমশৈলটিতে ফাটল ও গর্ত দেখা যাচ্ছে। আমাদের আশঙ্কা এটা যেকোনো সময় ভেঙ্গে পড়বে।”
গ্রামের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানির গুদামও উপকূলের কাছে অবস্থিত।
যদিও হিমশৈলটি একই জায়গায় অবস্থান করছে এবং শুক্রবার রাতে সেটি একটুও নড়ে নিয়ে বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
ছোট্ট ওই গ্রামের বাসিন্দারা জানান, তারা এর আগে কখনও এতবড় হিমশৈল দেখেননি।