ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ বন্ধ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত সোমবার থেকে এ ভিসা গ্রহণ বন্ধ করা হয়ে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জাতীয় কমিটির প্রধান নির্বাহী মোহাম্মদ বিন বাদি বলেন, আগামী ১৬ আগস্ট থেকে ওমরাহ ভিসার আবেদন নেওয়া করা হবে। এ ভিসার মেয়াদ এক মাসের বেশি হবে না।
সৌদি মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে বলা হয়েছে, এ বছরে ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জন ওমরাহ ভিসা পেয়েছেন। এর মধ্যে ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন মুসলিম সৌদি আরব পৌঁছেছেন।
সৌদি আরবে ওমরাহ করতে সবচেয়ে বেশি মানুষ গেছে পাকিস্তান থেকে-যার সংখ্যা ১৬ লাখ ৫৭ হাজার ৭৭৭ জন।
এরপরই ইন্দোনেশিয়া থেকে ওমরাহ করতে গেছেন ৯ লাখ ৬৭ হাজার ১২৫ জন। এ ছাড়া ভারত থেকে ৬ লাখ ৫০ হাজার ৪৮০ জন, আলজেরিয়া থেকে ৩ লাখ ৬৫ হাজার ৬২৮ জন, ইয়েমেন থেকে ৩ লাখ ৩৮ হাজার ৬১৮ জন, তুরস্ক থেকে ৩ লাখ ২১ হাজার ৪৯৪ জন, মালয়েশিয়া থেকে ২ লাখ ৭৮ হাজার ৬৭৪ জন, ইরাক থেকে ২ লাখ ৭৭ হাজার ৫৭১ জন এবং জর্ডান থেকে ২ লাখ ১৬ হাজার ১৬৫ জন ওমরাহ পালনে সৌদি গেছেন।