সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আকর্ষণীয়' কাজ করেছেন।
স্থানীয় সময় শনিবার জাপানে জি-২০ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে সাক্ষাতকালে এমন মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প সৌদি আরবের ক্ষমতাধর এ যুবরাজকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, ‘আপনি আকর্ষণীয় কাজ করছেন।'
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত বছর তুরস্কের ইস্তানবুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনার পর এ তরুণ যুবরাজ আন্তর্জাতিক চাপের মুখে পড়েন। তবে যুবরাজের সঙ্গে সাক্ষাতকালে এই হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করবেন কিনা সংবাদমাধ্যমের কর্মীদের এমন প্রশ্ন ট্রাম্প এড়িয়ে যান।
খাসোগিকে হত্যার ঘটনায় যুবরাজ জড়িত এমন সব দাবি রিয়াদ প্রত্যাখান করেছে। সৌদি কর্তৃপক্ষ এটিকে সেটিকে দুর্বৃত্তমূলক কাজ হিসেবে আখ্যায়িত করে।
জাতিসংঘের এক বিশেষজ্ঞের প্রতিবেদনে বলা হয়েছে, খাসোগিকে হত্যার পেছনে সৌদি আরবের হাত রয়েছে। যুবরাজ মোহাম্মাদ এ হত্যার ব্যাপারে অবশ্যই অবগত ছিলেন। প্রতিবেদনে এ মামলায় আনুষ্ঠানিক অপরাধ তদন্তের আহ্বান জানানো হয়।