যৌন বার্তা পাঠানোর অভিযোগে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের বাণিজ্য, শক্তি ও শিল্পবিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু গ্রিফিত। পানশালার দুজন পরিচারিকার কাছে অশালীন ছবি ও ভিডিও চেয়েছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর গতকাল শনিবার (১৬ জুলাই) রাতে পদত্যাগে বাধ্য হন অ্যান্ড্রু গ্রিফিত।
অ্যান্ড্রু গ্রিফিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পানশালায় পরিচারিকার সঙ্গে পরিচিত হন। এরপর তাঁদের সঙ্গে অশ্লীল আলোচনা শুরু করেন। এক পর্যায়ে পরিচারিকাকে অশ্লীল খুদে বার্তা পাঠান গ্রিফিত।
Business minister Andrew Griffiths quits as Mirror reveals his 2,000 sex texts https://t.co/fNjx5cmVqP
— Morag ??????? (@rhuadh56) July 14, 2018
যৌন বার্তা পাঠানোর তথ্য প্রকাশিত হওয়ার পর অ্যান্ড্রু গ্রিফিত বলেছেন, এই কেলেঙ্কারির বিষয়ে তিনি গভীরভাবে লজ্জিত ও বিব্রত। তাই তিনি নিজের পদ থেকে পদত্যাগ করেছেন।
BBC News - Minister Andrew Griffiths resigns over texts to women https://t.co/m8tTQalHKt
— ?????David_Crayford (@David_Crayford) July 14, 2018
অ্যান্ড্রু গ্রিফিত পদত্যাগ করায় প্রধানমন্ত্রী থেরেসা আরও একজন মন্ত্রী হারালেন। এর আগে ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও ব্রেক্সিট-বিষয়ক সাবেক মন্ত্রী ডেভিড ডেভিস।