Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে বাস খাদে পড়ে ২৯ জনের মৃত্যু

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০১:০২ পিএম

ভারতের রাজধানী দিল্লির কাছে যমুনা এক্সপ্রেস ওয়েতে একটি বাস খাদে পড়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪৬ জন যাত্রী নিয়ে লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল স্লিপার কোচ বাসটি। দিল্লিতে ঢোকার আগে যমুনা এক্সপ্রেসওয়েতে একটি সেতু থেকে পিছলে গিয়ে ১৫ ফুট নীচে নালার মধ্যে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৯ জনের। আহতের সংখ্যাও অনেক। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকট একটা আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। তারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। বাসটি উল্টে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছিল। পরে পুলিশ ও উদ্ধারকারী দল আসে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

About

Popular Links