Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

মৃত্যুর সময় সবাই ভাবলো অভিনয় করছেন!

মঞ্জুনাথের মা-বাবা আগেই মারা গেছেন।

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৬:০৪ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মঞ্চেই মৃত্যু হয়েছে এক কৌতুক অভিনেতার। তার মৃত্যুর সময় হলভর্তি দর্শকরা ভেবেছিলেন বরাবরের মতোই অভিনয় করছেন তিনি। 

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়,  ভারতীয় বংশোদ্ভূত ওই কৌতুক অভিনেতার নাম মঞ্জুনাথ নাইডু। হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঞ্জুনাথের বয়স ৩৬ বছর। ভারতের চেন্নাইয়ে তার পরিবার বসবাস করে। তবে মঞ্জুনাথের জন্ম আবুধাবিতে। পরে দুবাই চলে যান তিনি।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, মঞ্জুনাথ শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠান করছিলেন। অভিনয়ের মধ্যে হঠাৎ হাঁপাতে শুরু করেন তিনি। পরে পাশে রাখা একটি বেঞ্চের ওপর বসে পড়েন। এরপরই লুটিয়ে পড়েন মাটিতে।

সবাই ভাবেন হাসানোর জন্যই মঞ্জুনাথ এমন আচরণ করছেন। কিন্তু কিছুক্ষণ পরই ভুল ভাঙে তাদের। মঞ্জুনাথ মঞ্চে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ছুটে আসে চিকিৎসাকর্মীদের একটি দল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

সেদিন দুবাইয়ের মঞ্জুনাথের সঙ্গে উপস্থিত ছিলেন কৌতুক অভিনেতা মিকদাদ দোহাদওয়ালা। মিকদাদ জানান, মঞ্জুনাথের মা-বাবা আগেই মারা গেছেন। একমাত্র ভাই ছাড়া আর কেউ ছিল না তার।  

About

Popular Links