ভারতের চেন্নাইয়ে ১৭জন পুরুষের ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী।
গত রোববার নিজ পরিবারের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলার পর ওই কিশোরীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করে বলে জানিয়েছেন রাজ্যের কিলপক জেলার সহকারী পুলিশ কমিশনার এস রাজেন্দ্র।
সহকারী পুলিশ কমিশনার জানান,কিশোরীটি যে ভবনে বসবাস করত সেই ভবনেরই বাসিন্দারা তাকে ধর্ষণ করে।
এস রাজেন্দ্র আরও জানান,শ্রবণ প্রতিবন্ধী কিশোরীটিকে ইনজেকশনের মাধ্যমে চেতনানাশক প্রয়োগ করে ভবনের নিচে জেনারেটর ঘরে ধর্ষণ করা হয়।
স্থানীয় পুলিশ কমিশনার এ কে বিশ্বনাথ বলেন,ঘটনাটি যেন কাউকে না জানায় এজন্য কিশোরীকে হুমকিও দেয় ধর্ষকরা। ৬৬ বছর বয়সী লিফট অপারেটরই প্রথম কিশোরীটিকে লাঞ্ছিত করে বলে জানান বিশ্বনাথ।
অভিযুক্ত ১৭ জনকে গ্রেপ্তার করে গতকাল আদালতে হাজির করা হয়েছে।