Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮

কিছু লোক ঘুমের মধ্যেই দেয়াল চাপা পড়ে মারা গেছে।

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০১:৩২ পিএম

ফিলিপাইনের বাতান্স প্রদেশে শনিবার দুই দফা শক্তিশালী ভূমিকম্পে আটজন নিহত হয়েছে। এঘটনায় আরও অনেকে আহত হয়েছে। 

এএফপি’র খবরে বলা হয়, বাতান্স প্রদেশ ফিলিপাইনের বৃহত্তম লুজন দ্বীপের উত্তরে অবস্থিত। এটি একটি ছোট দ্বীপ। সেখানে তেমন জনবসতি নেই।

জানা গেছে, ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে বাসিন্দারা দ্রুত তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে পড়ে। ফিলিপাইন নানা সংবাদমাধ্যমের বিভিন্ন ফুটেজে পাকা বাড়ি ধসে পড়ার পাশাপাশি সড়কে ফাটল দেখা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে ভূমিকম্প দু’টি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দু’টির মাত্রা ছিল ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ৯। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

শুক্রবার দিবাগত রাত ৪টা ১৫মিনিটের দিকে প্রথম দফার ভূমিকম্প আঘাত হানে। তখন লোকজন ঘুমাচ্ছিল। এর মাত্র চারঘণ্টা পর সেখানে দ্বিতীয় দফার ভূমিকম্প আঘাত হানে।

মেয়র রাউল ডি সাগন এএফপিকে বলেন, ভূমিকম্পে আটজন নিহত ও প্রায় ৬০ জন আহত হয়েছে। আহতদের অবস্থা কেমন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মেয়র আরও বলেন, ‘আমরা বিভিন্ন ঘরবাড়ি কাঁপতে দেখেছি। এ সময় অনেক ঘরবাড়ির দেয়াল ধসে পড়ে এবং কিছু দেয়াল লোকজনের ওপর পড়ে। কিছু লোক ঘুমের মধ্যেই দেয়াল চাপা পড়ে মারা গেছে।’

About

Popular Links