Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রতিশ্রুতি রক্ষা না করায় মেয়রকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে ঘোরালো শহরবাসী (ভিডিও)

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমজুড়ে ভাইরাল হয়েছে।

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৫:২১ পিএম

নির্বাচনের আগে ভোটারদের কাছে রাজনীতিকদের প্রতিশ্রুতির বুলির শেষ থাকে না। কিন্তু নির্বাচনে জয়লাভের পর অনেক রাজনীতিকের মেলে না খোঁজ। এ নিয়ে ভোটারদের মধ্যে থেকে যায় অসন্তোষ। তবে সেই ক্ষোভে এবার ফেটে পড়েছে মেক্সিকোর হুইক্সটন প্রদেশের শহর সান আন্দ্রেস পুয়ের্তো রিকোর বাসিন্দারা। 

সংবাদমাধ্যম টাইমস নাও-এর খবরে বলা হয়, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা না করতে পারায় শহরটির মেয়র জাভিয়ের জিমেনেজকে শাস্তি দিয়েছে শহরবাসী। তাকে ও তার এক সহযোগীকে স্কার্ট ও ব্লাউজ পরিয়ে শহর ঘোরানো হয়েছে। 

এদিকে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমজুড়ে ভাইরাল হয়েছে। এ নিয়ে ইন্টারনেটে সবাই উছ্বাস প্রকাশ করেছে।  

জানা গেছে, নির্বাচনের আগে শহরের পানিবন্টন ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের কথা বলেছিলেন মেয়র জিমেনেজ। কিন্তু ক্ষমতায় এসেও সেই কাজ করেননি তিনি। তার জেরেই দেওয়া হয়েছে এই শাস্তি। 

এ দিকে ওই মেয়র জানিয়েছেন, তিনি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। কিন্তু তহবিলে অর্থ না থাকায় সেই কাজ করে উঠতে পারছেন না। 



   

About

Popular Links

x