Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

নরওয়েতে মসজিদে গুলি, আটক ১

'হেলমেট ও ইউনিফর্ম পরা এক শ্বেতাঙ্গের হামলায় আমাদের একজন আহত হয়েছেন'

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১০:১৫ পিএম

নরওয়ের রাজধানী অসলোর শহরতলীর একটি মসজিদে গোলাগুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

টুইটারে অসলো পুলিশ জানিয়েছে, “গুলিতে একজন আহত হয়েছে। আহতের অবস্থা কতটা গুরুতর তা জানা যায় নি। এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।”

অসলোর শহরতলী বায়েরাম এর আল-নুর ইসলামিক সেন্টারের মসজিদে এ গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ছাড়া আর কেউ জড়িত নয় বলে ধারণা করছে পুলিশ।

মসজিদটির প্রধান ইরফান মুস্তাক স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, “হেলমেট ও ইউনিফর্ম পরা এক শ্বেতাঙ্গের হামলায় আমাদের একজন আহত হয়েছেন।”

About

Popular Links