Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতের সুপ্রিম কোর্ট: কাশ্মীরে প্রশাসনিক নিষেধাজ্ঞায় এখনই হস্তক্ষেপ নয়

সোমবার (১২ আগস্ট) আবেদনটির ওপর শুনানি শুরু হলে দ্রত কোনও রায় দিতে রাজি হননি দেশটির সর্বোচ্চ আদালত

আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ০৪:২৬ পিএম

জম্মু-কাশ্মীরে প্রশাসনিক নিষেধাজ্ঞায় হস্তক্ষেপ করতে সম্মতি দেননি ভারতের সুপ্রিম কোর্ট।

সোমবার (১২ আগস্ট) আবেদনটির ওপর শুনানি শুরু হলে দ্রত কোনও রায় দিতে রাজি হননি দেশটির সর্বোচ্চ আদালত।

বলা হয়, এখন যা পরিস্থিতি, তাতে তাড়াতাড়ি কিছু করা ঠিক হবে না বরং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সময় দিতে হবে কেন্দ্রীয় সরকারকেও। দু’সপ্তাহ পর ফের আবেদনটির শুনানি হবে।

এর আগে, উপত্যকা থেকে অবিলম্বে কারফিউ তুলে নিতে, টেলিফোন সংযোগ ফিরিয়ে আনতে এবং ইন্টারনেট সেবা চালু করতে আদালতে আবেদন জমা দিয়েছিলেন সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা।

বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বিচারপতি এমআর শাহ ও বিচারপতি অজয় রাস্তোগির ডিভিশন বেঞ্চে আবেদনটির শুনানি চলছিল। সেইসময় বিচারপতিরা বলেন, ‘‘আমরাও চাই উপত্যকা স্বাভাবিক হয়ে যাক কিন্তু রাতারাতি কিছু হওয়া সম্ভব নয়। এই মুহূর্তে ওখানে কী হচ্ছে কেউ তা জানে না। তাই সরকারের উপর ভরসা করা ছাড়া উপায় নেই। এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়।’’

আদালত আরও জানায়, ‘‘এই মুহূর্তে পরিস্থিতিটা বোঝা উচিত। সরকারকে সময় দিতেই হবে। উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। তারপরেও ছবিটা যদি কিছু না বদলায়, তখন আবার আদালতে আসতে পারেন আবেদনকারী।’’


About

Popular Links