Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইমরান: মুসলিম নিধনের উদ্দেশেই আসামের নাগরিক তালিকা

'একই উদ্দেশে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা কাশ্মীরকে অবৈধভাবে দখল করে নিয়েছে'

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০৪:২৫ পিএম

জাতিগতভাবে মুসলিমদের নিধনের উদ্দেশেই ভারত আসামের এই চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (৩১ আগস্ট) সকালে প্রকাশ হওয়া এনআরসিতে ১৯ লাখ মানুষ বাদ পড়ায় টুইটারে এক প্রতিক্রিয়ায় ইমরান এই মন্তব্য করেছেন।

টুইটারে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, "মুসলিম নিধনের উদ্দেশ্যেই ভারত সরকার আসামের  এই নাগরিক তালিকা প্রকাশ করেছে। মোদী সরকার যেভাবে মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করতে চাইছে এবং এর খবর ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেভাবে আসছে, তা গোটা বিশ্বের জন্য অশনিসংকেত। এই একই উদ্দেশে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা কাশ্মীরকে অবৈধভাবে দখল করে নিয়েছে।"


উল্লেখ্য, শনিবার সকালে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় বাদ পড়েছে সেখানে বসবাসরত ১৯ লাখ মানুষ। এই বিপুলসংখ্যক জনগোষ্ঠীর সবাই এখন কার্যত রাষ্ট্রহীন হয়ে পড়লেন।

   

About

Popular Links

x