Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

টেক্সাসে আবারো বন্দুকধারীর হামলা, নিহত ৫

ফেসবুকে পুলিশ জানায়, সন্দেভাজন ওই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে কোনও বন্দুকধারী সেখানে নেই

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একমাসের মধ্যে দ্বিতীয় বন্দুক হামলায় অন্তত ৫জন নিহত ও আরও একাধিক আহত হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার  (৩১ আগস্ট) এক কিংবা একাধিক ব্যক্তি টেক্সাসের মিডল্যান্ডে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

এর আগে ৩ আগস্ট এক হামলায় ২২জন নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নিয়মিতই বন্দুকধারীর গুলিবর্ষণে হত্যার ঘটনা ঘটে। প্রতি ভয়াবহ হত্যাকাণ্ডের পর অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে। সমালোচনা হয় অস্ত্র আইন শিথিল করার পক্ষে কাজ করা সংগঠনগুলোর।

ফেসবুকে পুলিশ জানায়, সন্দেভাজন ওই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে কোনও বন্দুকধারী সেখানে নেই। পুলিশের সংস্থাগুলো এটি তদন্ত করছে।

শনিবার সকালে মিডল্যান্ড পুলিশ জানায়, ওই বন্দুকধারী ছোটো একটি টয়েটা গাড়িতে করে এসছিলেন। ওডিশার কর্তৃপক্ষ জানায়, মার্কিন ডাকবিভাগের একটি গাড়ি চালিয়ে এসেছিলো হামলাকারী। একাধিক ব্যক্তি ওই গাড়ি ছিলতাই করে সেখান থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

ইতোমধ্যে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পার্মিয়ান বেসিন ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অঞ্চল সংশ্লিষ্ট মহাসড়কে চলাচল না করার জন্য স্থানীয়দের অনুরোধ জানিয়েছে পুলিশ।

এদিকে, হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, ঘটনাস্থলের খবরা-খবর রাখছেন তিনি। এফবিআই-সহ আইনপ্রয়োগকারী বাহিনী সেখানে দায়িত্ব পালনে সম্পূর্ণ নিয়োজিত রয়েছে বলেও জানান ট্রাম্প।

About

Popular Links