Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিএনএন কর্তৃক ট্রাম্পের অডিও টেপ ফাঁস

জনসমক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাঁর সাবেক আইনজীবী মাইকেল কোহেনের কথোপকথনের অডিও ফাঁস করেছে সিএনএন।

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ০৫:২৯ পিএম

অডিওতে জানা যায়, ২০১৬ সালের নির্বাচনের আগে তৎকালীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক চাপা রাখতে এক মডেলকে অর্থ দিতে চেয়েছিলেন।

গতকাল মঙ্গলবার (২৪ জুলাই) সিএনএনের ‘ক্যুমো প্রাইম টাইম’ অনুষ্ঠানে ট্রাম্প-মাইকেল কোহেনের কথোপকথনের অডিও প্রকাশ করা হয়।

অডিওটিতে ট্রাম্প ও কোহেনের কথোপকথনে শোনা যায়, কীভাবে অর্থের মাধ্যমে প্লেবয় ম্যাগাজিনের মডেলের মুখ বন্ধ রাখা যায়। জানান যায় মডেল ক্যারেন ম্যাকডুগালের সঙ্গে এক বছর আগে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্পর্কটি নিয়ে কিছুটা দুশ্চিতায় ছিল ট্রাম্প। 

তার পরিপেক্ষিতে, ক্যারেন ম্যাকডুগালকে ১ লাখ ৫০ হাজার ডলার দিয়ে মুখ বন্ধের ব্যবস্থা করা হয়। 

জানান যায়, ট্রাম্পের সাথে প্রায় ১০ মাস ধরে সঙ্গে সম্পর্ক ছিল ক্যারেন ম্যাকডুগালের। মেলানিয়া ট্রাম্প তাঁদের ছোট সন্তান জনকে জন্ম দেওয়ার তিন মাসের মধ্যেই ম্যাকডুগালের সঙ্গে সম্পর্কে জড়ান ট্রাম্প।

কোহেনের আইনজীবী ল্যানি ডেভিস ২০১৬ সালের সেপ্টেম্বরে ধারণ করা সেই কথোপকথনের অডিওটি সিএনএনকে সরবরাহ করেন। এমনিতে ট্রাম্প ও কোহেনের মধ্যে সম্পর্কের পাটল ধরেছে। সেই কোহেনই একসময় দাবি করতেন, ট্রাম্পের জন্য গুলি খেতেও প্রস্তুত তিনি।    


About

Popular Links