Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইসলাম ধর্মে গরুর মাংস হারাম: ভারতীয় শিয়া নেতা

মুসলমানদের গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত- শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি।

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০৬:২২ পিএম

হিন্দুরা গরুকে পবিত্র প্রানী হিসেবে সম্মান করে সেহেতু তাদের মতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের মুসলমানদের উচিত গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া। এমন মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশে অবস্থিত শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি।

রিজভি আরও দাবি করে বলেন, ইসলাম ধর্মেও গরুর মাংস হারাম! গোহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠিন ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সূত্র মতে, উত্তর প্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি জানান, ‘মুসলমানদের গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত। গোহত্যা সম্পূর্ণ বন্ধ হওয়া উচিত। গণধোলাই দিয়ে হত্যা করা বন্ধ করা সম্ভব নয়। সব স্থানে নিরাপত্তা বাহিনীকে বসিয়ে রাখাও সম্ভব নয়। সুতরাং গোহত্যা বন্ধে কঠিন আইন প্রণয়ন করা উচিত।’

ওয়াসিম রিজভির সাথে একমত পোষণ করেন গোহত্যা বন্ধে চরম ডানপন্থী সংগঠন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের’ (আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার। রিজভির কথাকে সায় দিয়ে তিনি জানান,   ‘আমি মনে করি ইন্দ্রেশ কুমারের বক্তব্যে যুক্তি আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। যে প্রাণীকে মায়ের সম্মান দেওয়া হয়েছে, তাকে হত্যা করা উচিত নয়।’

আরএসএসের নেতা ইন্দ্রেশ কুমার দাবি করেন, ‘যিশু গোশালায় জন্মেছিলেন বলে খ্রিস্টান ধর্মে মাদার কাওয়ের উল্লেখ করা হয়েছে। মক্কা-মদিনাতে গোহত্যা পাপ। মানবব জাতিকে এই পাপ থেকে মুক্ত করতে আমরা কি গোহত্যা বন্ধ করতে পারি না?’ 


About

Popular Links