পাকিস্তানের নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ইমরান খান। যদিও প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। স্থানীয় এক টেলিভিশনকে সাবেক এই ক্রিকেটার বলেছেন, “আমরা সফল হয়েছি এবং এ সম্পর্কিত নির্দেশনাও পেয়েছি।”
সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনের বরাতে জানা গেছে, ইমরান খান নেতৃত্বাধীন দল পিটিআই সামগ্রিক সংখ্যাগরিষ্ঠ সিট পেতে ব্যর্থ হয়েছে। দেশটিতে সংখ্যাগরিষ্ঠ হতে হলে মোট ১৩৭টি আসনে জিততে হয়।
বিবিসি আরও জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় প্রচুর সহিংসতার ঘটনা ঘটেছে। এমনকি নির্বাচনের দিনেও ভোটকেন্দ্রে বোমা হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের অধিনায়কত্বে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল দেশটি। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগে উঠেছে, নির্বাচন প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সামরিক সহযোগিতা নিয়েছেন তিনি।
এদিকে, নিজ বক্তব্যে পাকিস্তানের উন্নয়নের স্বার্থে প্রতিদ্বন্দ্বীদের সহযোগিতাও চেয়েছেন ইমরান খান এমনটাই জানিয়েছে বিবিসি।