চোরাই ল্যাপটপ পাচারের অপরাধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ অক্টোবর) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক চোরাই ল্যাপটপ, কম্পিউটারের সরঞ্জাম এবং মোবাইল ফোন উদ্ধার করে ভারতীয় পুলিশ। গ্রেফতার করা হয় পাঁচজনকে। তাদের মধ্যে ছিলেন ওই বিএসএফ সদস্য দীপঙ্কর হাজরা ও তার স্ত্রী রাখি মণ্ডল।
পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার আরও জানিয়েছে, বুধবার দুপুরে পুলিশের একটি বিশেষ টিম দক্ষিণ ২৪ পরগনায় একটি টাটা সুমো গাড়ি আটক করে। গাড়ি থেকে ২৭টি ল্যাপটপ, বেশ কয়েকটি কম্পিউটার এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাচারের জন্য সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি।
অভিযুক্ত বিএসএফ সদস্যের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। গ্রেফতার বাকিরা হলেন- বহরমপুরের মোহাম্মদ ওয়াসিম শেখ ও দক্ষিণ ২৪ পরগনার সালমান শেখ এবং সানোয়ার বৈদ্য।