Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুকুরের গায়ে ইমরানের দলের পতাকা জড়িয়ে গুলি

পাকিস্তানে পিটিআইয়ের পতাকা গায়ে জড়ানো কুকুরকে গুলি করে মারার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ০৫:৩৯ পিএম

পাকিস্তানে দেখা গেল রাজনৈতিক প্রতিহিংসা। নির্বাচন শেষ চলচে নতুন সরকার গঠনের হিসাব-নিকাশ। এরই মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলে উঠেছে ফুঁসলে। রাজনৈতিক প্রতিহিংসায় ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পতাকা গায়ে জড়িয়ে দিয়ে কুকুরকে গুলি করে মারা হয়েছে।  

শনিবার (২৮ জুলাই) এমন ঘটনা ঘটেছে পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এমন তথ্য জানা গেছে, খাইবার পাখতুনখাওয়া পুলিশের এক টুইটে। 

টুইটের তথ্য অনুযায়ী রাতভর চেষ্টা করে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই দুই ব্যক্তি কুকুরকে নির্যাতনের ভিডিও করেন। পুলিশ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ওই দুই ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছেন।

জানা যায়, ঐ দুজন ব্যক্তি খাইবার পাখতুনখাওয়ার বিরোধী দল কওমি ওয়াতান পার্টির কর্মী। 

পিটিআইয়ের পতাকা গায়ে জড়ানো কুকুরকে গুলি করে মারার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। টুইটে পুলিশ এ কথা জানায়। 

জিও টিভির খবরে জানিয়েছে, গত শুক্রবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পতাকা কুকুরের গায়ে জড়িয়ে দেন। তারপর কুকুরটিকে লক্ষ্য করে একবার নয়, পরপর তিনবার গুলি করা হয়। গুলি করার সময় পিটিআই জালিয়াতি করে নির্বাচনে জয় পেয়েছে বলেও চিৎকার করা হয়।


   
Banner

About

Popular Links

x