রাজ্যের মর্যাদা হারিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকেই দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। গত ৫ অগস্ট নরেন্দ্র মোদী সরকার এনিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে তা অনুমোদন করেছে সংসদ। যাতে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক প্রতিবেদনে এখবর নিশ্চিত করেছে আনন্দবাজার।
বৃহস্পতিবার দুই আমলা গিরিশচন্দ্র মুর্মু শ্রীনগরে ও আর কে মাথুর লাদাখে উপরাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন। দু’টি এলাকার পুলিশ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকবে কেন্দ্রের হাতে। জমির বিষয়টি দেখবে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সরকার।
আরও পড়ুন: কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করলো ভারত
গত ৫ আগস্ট প্রায় সাতদশক ধরে চলমান বিরোধপূর্ণ মুসলিম-অধ্যুষিত রাজ্যটির বিশেষ মর্যাদা তুলে নেওয়ার কথা ভারতের পার্লামেন্টকে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে, একইদিনে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে আইনটি বাতিল করেন।