Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৃহস্পতিবার থেকে আলাদা হচ্ছে জম্মু-কাশ্মীর

বৃহস্পতিবার দুই আমলা গিরিশচন্দ্র মুর্মু শ্রীনগরে ও আর কে মাথুর লাদাখে উপরাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন। দু’টি এলাকার পুলিশ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকবে কেন্দ্রের হাতে

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১১:৩২ এএম

রাজ্যের মর্যাদা হারিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকেই দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। গত ৫ অগস্ট নরেন্দ্র মোদী সরকার এনিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে তা অনুমোদন করেছে সংসদ। যাতে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক প্রতিবেদনে এখবর নিশ্চিত করেছে আনন্দবাজার।

বৃহস্পতিবার দুই আমলা গিরিশচন্দ্র মুর্মু শ্রীনগরে ও আর কে মাথুর লাদাখে উপরাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন। দু’টি এলাকার পুলিশ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকবে কেন্দ্রের হাতে। জমির বিষয়টি দেখবে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সরকার।


আরও পড়ুন: কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করলো ভারত


গত ৫ আগস্ট প্রায় সাতদশক ধরে চলমান বিরোধপূর্ণ মুসলিম-অধ্যুষিত রাজ্যটির বিশেষ মর্যাদা তুলে নেওয়ার কথা ভারতের পার্লামেন্টকে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে, একইদিনে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে আইনটি বাতিল করেন।

   

About

Popular Links

x