Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানকে এশিয়ার বাঘ বানাবেন ইমরান: শোয়েব

আমি নিশ্চিত ইমরান ভাই পাকিস্তানের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবেন। পাকিস্তানকে এশিয়ার বাঘ বানাবেন- শোয়েব আখতার।

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ০১:৪১ এএম

ইমরান খান কখনো পাকিস্তানকে এশিয়া কাপ জেতাতে পারেননি। পাকিস্তানের নতুন দায়িত্ব নিতে যাওয়া ইমরান খান সম্পর্কে শোয়েব আখতার মনে করেন, ইমরানের সামনে সুযোগ এসেছে পাকিস্তানকে এবার এশিয়ার চ্যাম্পিয়ন বানানোর। সেটা ক্রিকেট দলকে নয়, পুরো দেশকেই।   

‘আমি বিশ্বাস করি, উনি পাকিস্তানকে এশিয়ার বাঘ বানাতে পারবেন। তবে আমরা যদি সাফল্য চাই, অবশ্যই তাঁর পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে’ পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনকে এমন সব মন্তব্য জানিয়েছেন, শোয়েব আখতার। 

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জাতীয় নির্বাচনে জয় লাভ করেছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। খুব দ্রুত ইমরান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে খবর পাওয়া গেছে। 

১৯৯২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার চার বছর পর রাজনীতিতে যোগ দিয়েছেন ইমরান। এরই মধ্যে নানান সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি।  

তবে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েবের মন্তব্য, এখন সব মতভেদ ভুলে ইমরানকে সমর্থন দেওয়া উচিত। দেশ যোগ্য নেতৃত্বের হাতে পড়েছে। 

শোয়েব আরও জানান, ‘আমি পুরো দেশকে আর পিটিআইয়ের কর্মীদের অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, ইমরান ভাই পাকিস্তানের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবেন।’


About

Popular Links