ভারতের তেলেঙ্গানা রাজ্যে অত্যাচার থেকে রেহাই পেতে মদ্যপ ছেলেকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে রাজ্যের বরঙ্গনা গ্রামে এঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরাতেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতো স্থানীয় এক দোকানের কর্মচারী মহেশ চন্দ্র (৪২)। এরপরই মা-বাবাকে মারতেন তিনি। মঙ্গলবার রাতেও বাড়িতে পৌঁছেই মা-বাবাকে মারতে শুরু করেন মহেশ। একপর্যায়ে মারধর সহ্য করতে না পেরে ছেলেকে বেঁধে ফেলেন ওই দম্পতি। পরে তার গায়ে আগুন ধরিয়ে দেন তারা। এসময় ঘটনাস্থলেই মারা যান মহেশ।
এলাকাবাসী জানান, নিহত মহেশ বাবা-মায়ের সঙ্গে সবসময়ই টাকাপয়সা নিয়ে অশান্তি করতো, এমনকি মারধরও করতো তাদের। এমনকি বছর দুয়েক আগে, মহেশের অত্যাচারের কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকেই ওই দম্পতির উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়।
এদিকে, ছেলেকে হত্যার অভিযোগে ওই দম্পতিকে গ্রেপ্তার করা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, হত্যার খবর পেয়ে খবর পেয়ে মহেশের দেহ উদ্ধার করে নিয়ে যান তারা। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই দম্পতির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় তারা।